Manual/Module | Marine Fisheries | Training

প্রশিক্ষণ মডিউল: সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনাঃ পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও তদারকি

প্রশিক্ষণ মডিউল: সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনাঃ পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও তদারকি
Authors : এবিএম আনোয়ারুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনোয়ার হোসেন, তপন কুমার পাল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইউসুফ খান, মোঃ আতিয়ার রহমান, মোঃ সিরাজুল ইসলাম
Editors : মোঃ রফিকুল ইসলাম (প্রধান সম্পাদক), মোঃ আব্দুল খালেক, নারিউদ্দিন মোঃ হুমায়ূন, সৈয়দ আরিফ আজাদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবুল হাশেম সুমন, মোঃ ইউসুফ খান, রমেশ চন্দ্র মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম, ড. এ. কে. ইউসুফ হরুন
Publisher : Strengthening Institutional Capacity of DoF Project, ASPS II: DoF‐Danida, Department of Fisheries, Bangladesh
Edition :
Language : বাংলা
Dated : ডিসেম্বর ২০০৯
ISSN :
Copyright : Not mentioned
Price : Not mentioned
Total page : ১৩২
Hard copy : মৎস্য অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ
Soft copy : মৎস্য অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ
Topics : বাংলাদেশের মৎস্য সম্পদের পরিচিতি এবং বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা; ‘ভিশন-২০২১, বাংলাদেশ : সমৃদ্ধ আগামী’ প্রতিষ্ঠার লক্ষ্যে মৎস্য সাব-সেক্টরের রূপরেখা; সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩; সামুদ্রিক মৎস্য বিধিমালা, ১৯৮৩ (সংশোধনীসহ); মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ (সংশোধনী ২০০০সহ); পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও তদারকি পদ্ধতির ধারণা, সংজ্ঞা ও সামুদ্রিক মৎস্য সম্পদের ক্ষেত্রে এর প্রয়োগ; বাংলাদেশে সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় পরিবীক্ষণ; নিয়ন্ত্রণ ও তদারকি কর্মকাণ্ডের বর্তমান অবস্থা; মৎস্য বিষয়ক আন্তর্জাতিক আইন ও কনভেনশন সমূহ; আন্তর্জাতিক আইন সমূহের আলোকে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকা নির্ধারণ; মালয়শিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় এমসিএস পদ্ধতির বর্তমান অবস্থা; প্রতিবেশী ভারত ও মিয়ানমার এর সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় এমসিএস পদ্ধতির বর্তমান অবস্থা; সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ পরবর্তী পরিচর্যা ও মাছের গুণগত মান সংরক্ষণ; সমুদ্রে মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তার গৃহীতব্য পদক্ষেপসমূহ; সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় করণীয়; সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ, পরিচর্যা ও সংরক্ষণ কার্যক্রমে মহিলাদের ভূমিকা; মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে করণীয় পদক্ষেপ; সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয়; সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় পরিবীক্ষণ, নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে ভবিষ্যৎ করণীয়-সুপারিশমালা
Notes : Improved Softcopy: BdFISH

» Continue to Download